১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৬
রণবীর সিং, দীপিকা পাড়ুকোন ও ম্যাডোনা

রণবীর-দীপিকার বিয়ের অতিথি ম্যাডোনা!

বিনোদন ডেস্ক:
দিন যত গড়াচ্ছে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ে নিয়ে গুঞ্জন ততই বাড়ছে। শোনা যাচ্ছে, আগামী নভেম্বরে গাঁটছড়া বাঁধতে চলেছেন বলিউডের অন্যতম আলোচিত এই জুটি। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি এ জুটি।

এদিকে ইতালির লেক কোমোর একটি রিসোর্টে অনুষ্ঠিতব্য এ বিয়েতে বলিউডের নামি দামি তারকাদের সঙ্গে অতিথির তালিকায় দুজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সংগীতশিল্পীও থাকবেন। তারা হলেন- পপ কুইন ম্যাডোনা ও কিংবদন্তি গায়ক এল্টন জন। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

সঞ্জয় লীলা বানসালির রাম লীলা সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন রণবীর-দীপিকা। তখন থেকেই বলিপাড়ায় তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়। এরপর থেকে অনেকবারই প্রেম, বাগদান, বিয়ের গুঞ্জনে খবরে এসেছেন তারা। চলতি বছরের জানুয়ারিতে এ জুটিকে ঘিরে নতুন করে গুঞ্জন শুরু হয়। শোনা যায়, দীপিকার জন্মদিনে বাগদান সেরেছেন এ জুটি। এরপর গুঞ্জন ওঠে, নভেম্বরের ২০ তারিখে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রণবীর-দীপিকা।

এদিকে রণবীর সিং নাকি বিয়ের প্রস্তুতি হিসেবে বাড়ির সংস্কার কাজ শুরু করেছেন। এ জন্য বর্তমানে বান্দ্রার একটি হোটেলে থাকছেন এ অভিনেতা। আগামী সপ্তাহ পর্যন্ত সেখানেই থাকবেন তিনি। সংস্কার কাজ শেষ হলে তিনি বাড়িতে ফিরবেন। এছাড়া অতিথিদের আমন্ত্রণ জানানোর পর্ব শুরু হয়েছে। বিয়ের ছবি যেন ফাঁস না হয় এ জন্য নাকি অতিথিদের মোবাইল ফোন সঙ্গে না নিতে অনুরোধ করা হয়েছে।

প্রকাশ :সেপ্টেম্বর ১৫, ২০১৮ ১১:২৩ পূর্বাহ্ণ