নিজস্ব প্রতিবেদক:
আজ শনিবার বিকেলে রাজনীতির চলমান পরিস্থিতি নিয়ে সাত দফা ঘোষণাপত্র প্রকাশ করতে যাচ্ছে জাতীয় যুক্তফ্রন্ট। আর এই ঘোষণার মধ্যে দিয়েই সংগঠনটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে। যার নেতৃত্বে থাকছেন বিশিষ্ট আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার প্রধান বদরুদ্দোজা চৌধুরীর মতো জাতীয় নেতারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাত দফা ঘোষাণপত্রের মূল দফা হবে আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু করার দাবি। তবে দফার কোনোটিতেই বিএনপি প্রধান খালেদা জিয়ার মুক্তির কোনো বিষয় থাকছে না বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক এবং সংগঠনটির(জাতীয় যুক্তফ্রন্ট) অন্যতম শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না।
এ প্রসঙ্গে জানতে চাইলে মাহমুদুর রহমান মান্না গণমাধ্যমকে বলেন, ঘোষণায় কী থাকবে তা নিয়ে আমরা বিভিন্ন ফোরামে বিস্তারিত আলোচনা করেছি। সেইসব আলোচনার নির্যাস থাকবে সাত দফার ঘোষণায়।
তিনি আরো বলেন, আমরা সমতার ভিত্তিতে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই ঐক্য করতে যাচ্ছি। শুধু ভোটের দিন গণতন্ত্র প্রতিষ্ঠা করেই কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব না। রাষ্ট্রীয় কাঠামোয় পরিবর্তন জরুরি।
সমতার প্রশ্নে ক্ষমতার বিকেন্দ্রীকরণের দাবিটিও দফায় বিশেষ গুরুত্ব পেয়েছে বলে জানান এই নেতা।