১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:১১

রংপুরে বাস উল্টে নিহত ৩

রংপুর সংবাদদাতা:

রংপুরে এম কে পরিবহন নামে একটি বাস উল্টে তিনজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার রপুর-দিনাজপুর মহাসড়কের চার রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- রংপুর নগরীর বড়বাড়ি এলাকার দুলাল চন্দ্র (৪৫) ও রংপুরের মিঠাপুকুর উপজেলার হাসিনা বেগম (৫৫)।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে যাত্রী নিয়ে এ ম কে পরিবহনের একটি বাস দিনাজপুরের নবাবগঞ্জে যাচ্ছিল। চার রাস্তার মোড়ে টার্মিনাল থেকে ছেড়ে আসা আরেকটি বাস ধাক্কা দিলে এম কে পরিবহনটি উল্টে যায়।

প্রকাশ :সেপ্টেম্বর ১৪, ২০১৮ ৫:২৬ অপরাহ্ণ