১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৩৮
Dune grass blows in the wind as the outer bands of Hurricane Florence make landfall in Myrtle Beach, South Carolina on September 13, 2018. - Hurricane Florence edged closer to the east coast of the Hurricane Florence edged closer to the east coast of the US Thursday, with tropical-force winds and rain already lashing barrier islands just off the North Carolina mainland. The huge storm weakened to a Category 2 hurricane overnight, but forecasters warned that it still packed a dangerous punch, 110 mile-an-hour (175 kph) winds and torrential rains. (Photo by Alex Edelman / AFP)

ফ্লোরেন্স দুর্বল হয়ে পড়লেও এখনও বিপজ্জনক

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসতে থাকা হারিকেন ফ্লোরেন্সে বহু মানুষ মারা যেতে পারেন বলে দেশটির কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন। তারা বলেন, হারিকেনটি দুর্বল হয়ে পড়লেও এখনও খুবই বিপজ্জনক।

দেশটির কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (ফেমা) প্রশাসক ব্রক লং বলেছেন, ঝড়ের প্রভাবে বিভিন্ন এলাকায় বিপর্যয়কর বন্যা দেখা দিতে পারে।

সতর্ক করে দিয়ে লং বলেন, এ ঝড়ের প্রভাবে কয়েক ইঞ্চি নয়, বরং কয়েক ফুট পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে ক্যারোলাইনা ও ভার্জেনিয়ায়।

বন্যার পানি বেড়ে ১৩ ফুট পর্যন্ত পৌঁছতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।

সুতরাং এ ঝড় খুবই বিপজ্জনক। বন্যায় দুর্ভাগ্যজনকভাবে বহু মানুষ মারা পড়ে। আর সেটিই সম্ভবত আমাদের দেখতে হবে, বলেন প্রশাসক ব্রক লং।

সময় দ্রুত ফুরিয়ে আসছে এবং সাগরও ফুঁসে উঠছে বলে সতর্ক করেন তিনি।

ফ্লোরিডার মিয়ামিতে অবস্থিত এনএইচসির আগে জানিয়েছিল, ঘণ্টায় সর্বোচ্চ ১৭৫ কিলোমিটার বাতাগের বেগ নিয়ে ফ্লোরেন্স সাউথ ক্যারোলাইনার মার্টল বিচ থেকে ৫২০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে রয়েছে।

ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে ঘণ্টায় ২৮ কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে।

বৃহস্পতিবার ফ্লোরেন্সের কেন্দ্রটি নর্থ ও সাউথ ক্যারোলাইনার উপকূলে কাছে পৌঁছবে, এর পর বৃহস্পতিবার রাতে ও শুক্রবার এটি আরও অগ্রসর হয়ে নর্থ ক্যারোলাইনার দক্ষিণ ও সাউথ ক্যারোলাইনার পূর্ব উপকূলের কাছে অথবা উপরে অবস্থান করবে বলে জানায় এনএইচসি।

প্রকাশ :সেপ্টেম্বর ১৪, ২০১৮ ১১:৩৭ পূর্বাহ্ণ