২৫শে নভেম্বর, ২০২৪ ইং | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৮

এশিয়া কাপের সময়সূচি

ক্রীড়া ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট ২০১৮। আর উদ্বোধনী ম্যাচেই শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

এবারের আসরে ছয়টি দল দুইটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। দলগুলো হলো-বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।

গ্রুপ ‘এ’ তে আছে ভারত, পাকিস্তান ও হংকং। অপরদিকে গ্রুপ ‘বি’তে আছে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা।

জানা গেছে, আবুধাবি ও দুবাইয়ে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচই বাংলাদেশ সময় বিকাল ৫.৩০ মিনিটে শুরু হবে।

এও জানা গেছে, দুটি গ্রুপ থেকে দুটি করে চারটি দল সুপার ফোরে উঠবে। আর দুটি দল বিদায় নেবে। এছাড়া সুপার ফোরে চারটি দল একে অপরের সঙ্গে খেলবে।

এশিয়া কাপের সময়সূচি
গ্রুপ পর্ব
১৫ সেপ্টেম্বর – বাংলাদেশ বনাম শ্রীলংকা – দুবাই
১৬ সেপ্টেম্বর:- পাকিস্তান বনাম হংকং : (দুবাই)
১৭ সেপ্টেম্বর:– শ্রীলংকা বনাম আফগানিস্তান : (আবু ধাবি)
১৮ সেপ্টেম্বর:- ভারত বনাম হংকং : (দুবাই)
১৯ সেপ্টেম্বর:- ভারত বনাম পাকিস্তান :(দুবাই)
২০ সেপ্টেম্বর:- বাংলাদেশ বনাম আফগানিস্তান : (আবু ধাবি)

সুপার ফোর রাউন্ড
২১ সেপ্টেম্বর:- গ্রুপ ‘এ‘ বিজয়ী বনাম গ্রুপ ‘বি‘ রানার্স আপ
২১ সেপ্টেম্বর:- গ্রুপ ‘বি‘ বিজয়ী বনাম গ্রুপ ‘এ‘ রানার্স আপ
২৩ সেপ্টেম্বর:- গ্রুপ ‘এ‘ রানার্স আপ বনাম গ্রুপ ‘বি‘ রানার্স আপ
২৩ সেপ্টেম্বর:- গ্রুপ ‘এ‘ বিজয়ী বনাম গ্রুপ ‘বি‘ বিজয়ী
২৫ সেপ্টম্বর:- গ্রুপ ‘এ‘ বিজয়ী বনাম গ্রুপ ‘এ‘ রানার্স আপ
২৬ সেপ্টেম্বর:- গ্রুপ ‘বি‘ বিজয়ী বনাম গ্রুপ ‘বি‘ রানার্স আপ

২৮ সেপ্টেম্বর:- ফাইনাল

প্রকাশ :সেপ্টেম্বর ১৪, ২০১৮ ১১:০১ পূর্বাহ্ণ