১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৫

শচীনের সঙ্গে গোপন সম্পর্ক আছে অভিনেত্রীর

ক্রীড়া ডেস্ক:
আবারও আলোচনায় চার্মি কাউর। ভারতীয় এ অভিনেত্রী দাবি করেছেন ক্রিকেটার শচীন টেন্ডুলকারের সঙ্গে তার গোপন সম্পর্ক রয়েছে। ভারতের দক্ষিণীয় সিনেমায় ‘বম্বশেল’ নামে পরিচিত চার্মি কাউর নিজে বিষয়টি নিয়ে অন্যদের সঙ্গে বলাবলি করছেন। এমনটিই দাবি করেছেন দক্ষিণের আরেক অভিনেত্রী শ্রী রেড্ডি।

শ্রী রেড্ডি তার নিজের টুইটারে লেখেন- শচীন টেন্ডুলকার নামে এক রোমান্টিক পুরুষ যখন হায়দরাবাদে এসেছিলেন, তখন চার্মিং গার্লের সঙ্গে রোম্যান্স করেছিলেন। গ্রেটেস্ট ব্যক্তিরা ভালো খেলতে পারেন। রোম্যান্সও ভালো করতে পারেন?

শ্রী রেড্ডি তার টুইটারে সরাসরি সেই মহিলার নাম উল্লেখ না করলেও ভারতীয় প্রচারমাধ্যমের ধারণা- তিনি চার্মি কাউরের নাম বলছেন। এমন বিধ্বংসী টুইটের পর সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায়।

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, যিনি বিশ্বের প্রথম কোনো ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটে ১০০টি সেঞ্চুরি করেছেন। কিংবদন্তি ক্রিকেটারকে নিয়ে শ্রী রেড্ডির এমন পোস্টকে অনেকেই ‘ভুয়া’ পোস্ট বলে মন্তব্য করছেন। যে কারণে শ্রী রেড্ডিকে নিয়েও সমালোচনা শুরু হয়েছে।

প্রকাশ :সেপ্টেম্বর ১৩, ২০১৮ ৫:৪৬ অপরাহ্ণ