বিনোদন ডেস্ক:
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ ও চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। ‘বিদ্রোহ চারদিকে’, ‘মেঘের কোলে রোদ’, ‘কি জাদু করিলা’ নামের চলচ্চিত্রে তারা একসঙ্গে অভিনয় করেছেন। এছাড়া নাটক ও স্টেজ শোয়ে একসঙ্গে দেখা গেছে তাদের। তবে এবারই প্রথম বিজ্ঞাপনচিত্রে জুটিবদ্ধ হয়ে কাজ করছেন রিয়াজ-পপি।
নির্মাতা রেদওয়ান রনি পরিচালিত এই বিজ্ঞাপনচিত্রের দৃশ্যধারণের কাজ সাভারে হচ্ছে। এ প্রসঙ্গে পপি বলেন, ‘রিয়াজ ভাইয়ের সঙ্গে এর আগেও চলচ্চিত্র ও নাটকে কাজ করেছি। এছাড়া কিছু স্টেজ শোয়ে কাজ করেছি। কিন্তু তার সঙ্গে বিজ্ঞাপনে কাজ করা হয়নি। এবারই প্রথম কাজ করছি। কাজটি ভালো হচ্ছে। তা ছাড়া রিয়াজ ভাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞাতাও দারুণ।’
দেশীয় একটি সাবান কোম্পানির বিজ্ঞাপনে কাজ করছেন রিয়াজ-পপি। খুব শিগগির বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনচিত্রটির প্রচার শুরু হবে বলে জানা গেছে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

