অপরাধ ডেস্ক:
পাবনার চটমোহর উপজেলা থেকে প্রায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে নাটোরের র্যাব-৫ সদস্যরা। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাদের আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন- নায়েব আলী (৩৬), হাবিল উদ্দিন (৩৭) ও হাফিজা খাতুন (৩০)। তাদের সবার বাড়ি উপজেলার ছাইকোলা পশ্চিমপাড়া গ্রামে।
র্যাব-৫ এর বিডিআরের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৫ নাটোরের এএসপি আজমল হোসেনের নেতৃত্বে র্যাবের একটি দল সকালে নাটোর-পাবনার উপজেলার ছাইকোলা চৌরাস্তা এলাকা থেকে নায়েব আলী ও হাবিল উদ্দিনকে আটক করে।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাফিজা খাতুনকে তার বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩টি মোবাইল জব্দ করা হয় বলেও জানান তিনি।
ডিএডি আশরাফুল আরও জানান, এ ঘটনায় র্যাব-৫ এর এসআই আবু তালেব বাদী হয়ে চাটমোহর থানায় মাদক আইনে মামলা দায়ের করে আটক ব্যক্তিদের থানায় সোপর্দ করে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।