২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৪১

সংসদ রেখে নির্বাচন কতটা যৌক্তিক, আলোচনা হতে পারে : ড. কামাল

নিজস্ব প্রতিবেদক:

সংসদ বহাল রেখে নির্বাচন কতটা যৌক্তিক সে বিষয়ে আলোচনা করার আহ্বান জানিয়েছেন আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, ‘সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচনকালীন সরকারকে অবশ্যই নিরপেক্ষ হতে হবে।’

আজ বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইজীবী সমিতির মিলনায়তনে জাতীয় ঐক্য নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন ড. কামাল।

সাংবিধানিক শাসনামলে কারাগারে আদালত বসানো অমূলক বলেও মন্তব্য করেন তিনি। ড. কামাল বলেন, গণফোরাম সরকারের বিরুদ্ধে নয়, সংবিধানের পক্ষে। তা রক্ষার ঐক্য করতে হবে বলে মন্তব্য করেন এই আইনজীবী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী আন্দোলনের মাধ্যমেই সব দাবি আদায় করা হবে।’

আদালত স্থানান্তরের কোন কারণ থাকতে পারেন না উল্লেখ করে ড. কামাল হোসেন বলেন, ‘জেলখানায় আদালত এটা স্ববিরোধী কথা। জেলখানা জেলখানাই, আদালত আদালতই। জেলখানায় আদালত কেন হলো, কিভাবে হলো, কোন আইনে হলো।তিনি আরও বলেন, ‘বেসামরিক শাষণ সাধারণ কনস্টিটিউশনে যখন চলছে, তার মধ্যে তথাকথিত জেলখানায় আদালত গঠন করা হয়। এগুলো কেন করা হয়?’

প্রকাশ :সেপ্টেম্বর ১৩, ২০১৮ ৪:১৪ অপরাহ্ণ