১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৬

বহদ্দারহাটে আগুনে পুড়লো তুলার গুদাম

চট্টগ্রাম প্রতিবেদক:
চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে দুটি তুলার গুদামসহ একটি দোকান ও আশেপাশের বেশ কয়েকটি বসতঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বহদ্দারহাট কাশবন হোটেলের পাশে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক জসিম উদ্দিন বলেন, বহদ্দারহাট কাশবন হোটেলের পাশে গার্মেন্টস ঝুট থেকে তুলা তৈরির একটি গুদামে আগুনের সূত্রপাত ঘটে। পরে গুদামসহ আশেপাশের দোকান ও বসতঘরে আগুন ছড়িয়ে পরে। খবর পেয়ে চন্দনপুরা ও কালুরঘাট ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের ছয়টি গাড়ি প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে একটি দোকান ও দুটি তুলার গুদামসহ আশপাশের বসতঘর ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি।

প্রকাশ :সেপ্টেম্বর ১৩, ২০১৮ ৩:৩১ অপরাহ্ণ