ক্রীড়া ডেস্ক:
জাতীয় দলের সাবেক ফুটবল কোচ ওয়াজেদ গাজী আর নেই। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় যশোরে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…। তার বয়স হয়েছিল ৮০ বছর। ওয়াজেদ গাজী দীর্ঘদিন অসুস্থ ছিলেন।
বাংলাদেশের ফুটবলে ওয়াজেদ গাজীর অবদান অনেক। দেশের বহু ফুটবলার তার হাত ধরে উঠে এসেছে। তিনি ৩০ বছর ধরে ওয়ান্ডারার্স, ভিক্টোরিয়া, আরামবাগ, ব্রাদার্স ইউনিয়ন, শেখ রাসেল এবং বিজেএমসিকে কোচিং করিয়েছেন।
খেলোয়াড়ি জীবনে ১৯৬২-৬৩ সালে কলকাতা মোহামেডান, ১৯৭৪-৭৫’এ ঢাকা মোহামেডানের হয়ে খেলেছেন। পাঁচবার লিগ চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন, চারবার ইপিআইডিসির, একবার ঢাকা মোহামেডানের হয়ে। জাতীয় দলের কোচ হন ১৯৮৭ সালে।
ওয়াজেদ গাজীর মৃত্যুতে বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম এর পক্ষ থেকে গভীর শোক জানানো হয়েছে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

