নিজস্ব প্রতিবেদক:
নৌকা ভেসে ভেসে বিজয়ের পতাকা নিয়ে আগামী বিজয়ের মাসে তীরে ভিড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।’
আজ বৃহস্পতিবার রাজধানীতে নির্মাণাধীন সড়ক ভবন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
কোনো চাপের কাছে আওয়ামী লীগ নতি শিকার করবে না বলেও জানান দলের এই সাধারণ সম্পাদক।
তিনি বলেন,’আজ সংসদে উত্থাপন করা হবে নতুন সড়ক পরিবহন আইন।’ চলতি অধিবেশনে এটি পাস হবে বলেও আশা প্রকাশ করেন আওয়ামী লীগ এ নেতা।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

