১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৪

বর্ষসেরা ক্লাব রিয়াল মাদ্রিদ

ক্রীড়া ডেস্ক:
২০১৭-১৮ মৌসুমে ইউরোপের সেরা ক্লাব নির্বাচিত হয়েছে রিয়াল মাদ্রিদ। ইউরোপিয়ান অঞ্চলে নজরকাড়া পারফরম্যান্সের জন্য স্প্যানিশ জায়ান্টদের এ পুরস্কার দিয়েছে ইউরোপিয়ান ক্লাব অ্যাসেসিয়েশন (ইসিএ)।

গত মৌসুমে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জেতে রিয়াল মাদ্রিদ। এটি তাদের ইতিহাসে ১৩তম ইউরোপসেরার ট্রফি। গত চার মৌসুমে তিনবারই চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে রিয়াল। এজন্যই রামোস-মদরিচদের ক্লাবকে সেরার পুরস্কার দেয় ইসিএ।

২০১৪’র পর ২০১৬, ২০১৭ ও ২০১৮তে শিরোপা জেতে রিয়াল। ইউরোপের সেরা নারী ফুটবল ক্লাব নির্বাচিত হয়েছে যৌথভাবে আর্সেনাল ও চেলসি। ২০১৮তে আর্সেনাল-চেলসির মধ্যে এফএ কাপ ফাইনালে ওয়েম্বলিতে ৪৫ হাজার ৪২৩ দর্শক উপস্থিত ছিলেন।

দু’দলের ম্যাচে নারী ফুটবলে রেকর্ড দর্শক উপস্থিতির জন্যই সেরা হয় গানার ও ব্ল–জরা।

প্রকাশ :সেপ্টেম্বর ১৩, ২০১৮ ১১:২০ পূর্বাহ্ণ