১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৪

রংপুরে পুলিশ-দোকান কর্মচারি সংঘর্ষ : পুলিশ বক্স ভাঙচুর

রংপুর প্রতিনিধি

রংপুর মহানগরীর সুপার মার্কেট এলাকায় রোববার দুপুরে দোকান কর্মচারি ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় নগরী জুড়ে ব্যপক উত্তেজনা তৈরি হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ কর্মচারিরা একটি পুলিশ বক্স ভেঙে দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,  রোববার সকালে মার্কেটের কর্মচারি আল-আমিন পুলিশ বক্সের পাশে সাইকেল রেখে যাওয়ার সময় অসাবধানতাবশতঃ কর্তব্যরত এক মহিলা পুলিশ সদস্যের শরীরে ওই কর্মচারির হাত লাগে। এতে ক্ষুব্ধ হয়ে পুলিশ ওই কর্মচারিকে বেধড়ক মারপিট করে। বিষয়টি জানাজানি হলে সুপার মার্কেটের কর্মকর্তা কর্মচারি ও জুম্মাপাড়া থেকে লোকজন লাঠি নিয়ে পুলিশের ওপর চড়াও হয়। এসময় তারা পুলিশ বক্সটিও ভেঙে দেয়। এনিয়ে সেখানে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে উত্তেজনা তৈরি হয়। কর্মচারিরা আবারও পুলিশের ওপর চড়াও হতে গেলে পুলিশ তাদের ধাওয়া দেয়। বন্ধ হয়ে যায় সুপার মার্কেটের প্রধান ফটক। এতে দোকান কর্মচারিরা আর সংঘর্ষে না জড়িয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রংপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান সাইফ জানান, সুপার মার্কেট মোড়ে ঠুনকো বিষয় নিয়ে কর্তব্যরত পুলিশ সদস্যের সাথে আল আমিন নামের এক কর্মচারির বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। এতে ক্ষুব্ধ হয়ে দোকন কর্মচারিরা একত্রিত হয়ে পুলিশ বক্স ভেঙে ফেলে পুলিশের ওপর চড়াও হয়। বিক্ষুব্ধ পুলিশ তাদের ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি উভয়পক্ষ থেকে মীমাংসার চেষ্টা চলছে বলেও জানায় পুলিশের এই কর্মকর্তা।
দৈনিক দেশজনতা /এমএম
প্রকাশ :জুন ৫, ২০১৭ ১১:৪৩ পূর্বাহ্ণ