১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৩

ঢাকায় রিভা, যুক্তরাষ্ট্রে শ্রিংলা

আন্তর্জাতিক ডেস্ক:

ঢাকায় ভারতীয় হাই কমিশনারের দায়িত্ব নিতে যাচ্ছেন রিভা গাঙ্গুলি দাস। হর্ষ বর্ধন শ্রিংলা যেতে পারেন ওয়াশিংটনে।

বুধবার টাইমস অব ইন্ডিয়া এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, মোট ৯ দেশে কূটনীতিক রদবদলের পরিকল্পনা নিয়েছে ভারত সরকার।

খবর অনুযায়ী, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সাংস্কৃতিক সম্পর্ক কাউন্সিলের ঢাকা কার্যালয়ের দায়িত্বে থাকা রিভা গাঙ্গুলি দাস পেতে পারেন শ্রিংলার দায়িত্ব।

ওই খবরে, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়াসহ প্রভাবশালী বেশকিছু দেশে কূটনৈতিক মিশনে ব্যাপক রদবদল আনতে যাচ্ছে ভারত।

দেশগুলো হলো— বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জাপান, যুক্তরাজ্য, মিয়ানমার, স্পেন ও থাইল্যান্ড। এ পরিবর্তন খুব দ্রুতই বাস্তবায়ন হবে।

খবরে বলা হয়েছে, এর মধ্যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাকে দেয়া হতে পারে ওয়াশিংটনের দায়িত্বে। সেখানকার রাষ্ট্রদূত নভতেজ সরনার এ বছরের শেষের দিকে অবসরে যাওয়ার কথা রয়েছে।

হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেন ২০১৬ সালের জানুয়ারিতে। তার আগে ছিলেন পংকজ শরণ। বাংলাদেশে দায়িত্ব শেষে তাকে পাঠানো হয় রাশিয়ায়। সেখান থেকে তাকে এ বছর ভারতের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

প্রকাশ :সেপ্টেম্বর ১২, ২০১৮ ৯:৪১ অপরাহ্ণ