২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:০৩

ভারতে ১৫০০ রুপিতে ফোরজি ফোন

 

দেশ জনতা রিপোর্ট: ভারতের বাজারে কম দামের একটি ফোরজি ফোন আনতে যাচ্ছে দেশটির টেলিকম অপারেটর রিলায়েন্স জিও। মাত্র ১৫০০ টাকায় মিলবে ফোনটি। ফোনটি বাজারে এলে এটিই হবে বিশ্বের সবচেয়ে কম দামের ফোরজি ফোন। রিলায়েন্স জানিয়েছে, ফোনটি এক হাজার থেকে দেড় হাজার টাকায় পাওয়া যাবে। এটি ফিচার ফোন হলেও এতে ক্যামেরা থাকবে।

এই ফোনটির বিশেষ সুবিধা হচ্ছে এতে ভিও এলটিই নেটওয়ার্ক সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ ফোনটিতে ফোরজি নেটওয়ার্ক পরিষেবা মিলবে। এছাড়াও এতে বিনামূল্যে ভয়েস কল সুবিধা পাওয়া যাবে।

মোবাইল ফোনটিতে জিও টিভি, মাই জিও, জিও মিউজ়িক এবং  জিও সিনেমার আলাদা আলাদা পরিষেবার ব্যবস্থা থাকবে।

এই ফোনটির উৎপাদন করার জন্য ইতোমধ্যেই চীনের একটি কোম্পানির সঙ্গে আলোচনা করছে রিলায়েন্স।

সাধারণত ফিচার ফোনে ২জি ও ৩জি পরিষেবা পাওয়া যায় ৷ সম্প্রতি লাভা ৪জি ফিচার ফোন লঞ্চ করেছে যার মূল্য ৩,৩৩৩ রুপি৷ এত সস্তায় ফোরজি ফিচার ফোন নিয়ে এসে এবার মোবাইল বাজারেও রাজ করতে চাইছে রিলায়েন্সে।

ভারতের সমস্ত মানুষকে ফোরজি নেটওয়ার্কের আওতাভুক্ত করতে এই পদক্ষেপ নিয়েছে রিলায়েন্স৷ সাধারণত স্মার্টফোন ছাড়া ফোরজি ব্যবহার করা যায় না৷ তাই ফিচার ফোনে ফোরজি ব্যবহার করার সুবিধা নিয়ে এল আরও বহু সংখ্যক মানুষ এই পরিষেবার সুবিধা নিতে পারবেন৷

প্রকাশ :মে ৪, ২০১৭ ২:৫৮ অপরাহ্ণ