আন্তর্জাতিক ডেস্ক:
জিম্বাবুয়েতে কলেরায় আক্রান্ত হয়ে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। দেশটিতে মহামারী আকারে ছড়িয়ে পড়ছে কলেরা। এই রোগের প্রাদুর্ভাব ঠেকাতে রাজধানী হারারেতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানা গেছে।
জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী ওবাদিয়া মোয়ো জানান, রাজধানী ছাড়াও দেশের অন্যান্য অঞ্চলেও কলেরার জীবাণু সংক্রমিত হয়েছে। এরই মধ্যে আক্রান্তের সংখ্যা দু’হাজার ছাড়িয়েছে।
রোগ প্রতিরোধে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে জাতিসংঘ। কিন্তু পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়ায় কঠিন হয়ে পড়েছে সে কাজ।
এদিকে দেশটির সরকার বলছে, চলমান অর্থনৈতিক সংকটের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।