১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০১

বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪০

নিজস্ব প্রতিবেদক:

রংপুরের ঢাকা-রংপুর মহাসড়কের দমদমা ব্রিজ এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন বাসযাত্রী।

সোমবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খালেক পরিবহনের একটি বাসের সঙ্গে সৈয়দপুর থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী সোনার মদীনা পরিবনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে খালেক পরিবহনের চালক ও সহকারী ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় সোনার মদীনা পরিবহনের চালকসহ আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে রংপুর ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার তৎপরতায় অংশ নেয়।

কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

দৈনিক দেশজনতা /এমএম

 

প্রকাশ :জুন ৫, ২০১৭ ১১:১৮ পূর্বাহ্ণ