আন্তর্জাতিক ডেস্ক:
প্রধানমন্ত্রীর বাসভবনে থাকা সব গাড়ি নিলামে বিক্রি করার সিদ্ধান্ত আগেই নিয়েছিলেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান। দেনার দায়গ্রস্ত পাকিস্তানের অর্থনীতির হাল ফেরাতে এমন অনেক কিছুই করছেন তিনি। বাহবাও কুড়োচ্ছেন। তাই বলে মোষ বিক্রি! হ্যাঁ, এবার এমনই সিদ্ধান্ত নতুন পাকিস্তানের নায়কের।
ইমরান ঘনিষ্ঠ তেহরিক-ই-ইনসাফের এক নেতা জানিয়েছেন, নওয়াজ শরিফের আমলে পাকিস্তানি প্রধানমন্ত্রীর বাসভবনে ছিল আটটি মোষ। সেগুলিও নিলামে তোলার চিন্তাভাবনা করছেন ইমরান। ওই বাসভবনের বিলাসবহুল গাড়িগুলি বিক্রির কথা আগেই জানিয়েছিলেন পাকিস্তানি প্রধানমন্ত্রীর এক সহকারী নইম-উল-হক।
তিনি জানান, প্রধানমন্ত্রীর বাসভবনে থাকা গাড়িগুলি নিলামে বিক্রি করে দেওয়া হবে। সেইসঙ্গে চারটি হেলিকপ্টারও বিক্রি করা হবে, যেগুলি ক্যাবিনেট ডিভিশনে পড়ে রয়েছে।
আগামী ১৭ সেপ্টেম্বর নিলামে উঠবে ৮০টি বিলাসবহুল গাড়ি। এরপরই হেলিকপ্টার ও মোষগুলি বিক্রি করা হবে বলে পাকিস্তান সংবাদমাধ্যম সূত্রে খবর।
এদিকে আবার, রয়টার্সে প্রকাশিত তথ্য অনুযায়ী, পাকিস্তানের ইকোনমিক অ্যাডভাইজরি কাউন্সিল এক আলোচনায় সিদ্ধান্ত নিয়েছে যে, বিভিন্ন বিলাসবহুল জিনিসের আমদানি বন্ধ করা হবে পাকিস্তানে। আর এসব জিনিসের তালিকায় রয়েছে স্মার্টফোন ও পনির। আচমকা পনির নিষিদ্ধ হওয়ার কথায় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে পাকিস্তানিদের মধ্যে। পনির নিষিদ্ধ করে কীভাবে ঘুরে দাঁড়াবে পাকিস্তানের অর্থনীতি, সেটাই ভেবে পাচ্ছেন না অনেকে।
এর আগে ৫৫টাকায় হেলিকপ্টার চড়ার কথা বলে হাসির পাত্র হয়েছিলেন ইমরান খান। ক্ষমতায় এসেই মন্ত্রীদের সরকারি খরচে রাশ টেনেছেন ইমরান খান। সাফ জানিয়ে দিয়েছেন সরকারি টাকায় ইচ্ছেমতো নিজের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাবহার করতে পারবেন না কোনও নেতা, কর্মকর্তা থেকে শুরু করে প্রধানমন্ত্রী এমনকি প্রেসিডেন্ট। সরকারি টাকায় বিমানের প্রথম সারিতে ভ্রমণ করা যাবে না। মন্ত্রিসভার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।