আন্তর্জাতিক ডেস্ক:
মিয়ানমারের স্ব-শাসিত নাগা অঞ্চলের নানইয়ুন পৌরসভায় এক অজ্ঞাত রোগে সাতজনের মৃত্যু হয়েছে। মৃতদের সকলের বয়স ১৮’র নিচে।
আগস্টের দ্বিতীয় সপ্তাহে ডাং হি পৌরসভার কুয়েলান গ্রাম থেকে এ রোগ ছড়িয়ে পড়েছে। ছোট ঘনবসতিপূর্ণ এ গ্রামটিতে ৬০০’র বেশি লোকের বসবাস। কুয়েলান থেকে রোগটি পরবর্তীতে শানহেপাউকুন গ্রামেও ছড়িয়ে পড়ে।
মাকুরি নাগা ইয়ুথ ফেডারেশনের তথ্য ও প্রচার সম্পাদক থংসুহমিয়ো জংস ইসিদোরে বলেন, আগস্ট থেকে রোগটি ছড়িয়ে পড়ে। তখন থেকে ধীরে ধীরে অবস্থা আরো বেগতিক হচ্ছে। তিনি জানান, ইস্টার্ন নাগা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নামের একটি স্থানীয় এনজিও সীমিত ত্রাণ দিয়ে গ্রামবাসীদের সাহায্যে এগিয়ে গেছে।
ইসিদোরে বলেন, এখন পর্যন্ত রোগটিতে প্রায় ১০০০ মানুষ আক্রান্ত হয়েছেন। রোগটির উপসর্গ হিসেবে শরীরের তাপমাত্রা বৃদ্ধি, নাক দিয়ে রক্ত পড়া, পাতলা পায়খানা হওয়াকে চিহ্নিত করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ এ রোগের ধরণ সনাক্ত করতে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। তারা আক্রান্ত এলাকায় স্বাস্থ্য কর্মী পাঠিয়েছে। -সিনহুয়া ও নাগাল্যান্ড পোস্ট।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

