১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১৯

দুই জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ডেস্ক রিপোর্ট:
রাজশাহী ও নারায়ণগঞ্জে র‍্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুলাল মিয়া (৪৫) ও ইব্রাহিম (৪০) নামের দুই ব্যক্তি নিহত হয়েছে।

গতকাল সোমবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজশাহীর মোহনপুর উপজেলার পাকুরিয়া এবং আজ মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) ভোরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাচড়া এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

রাজশাহী র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক এ এফ এম আশরাফুল ইসলামের ভাষ্যমতে, সোমবার দিবাগত গভীর রাতে মোহনপুরে টহল দিচ্ছিল র‍্যাবের একটি দল। এ সময় অন্তত ১০ জনের একটি দল ঘটনাস্থলে র‌্যাবের উপস্থিতি দেখে পালাতে চেষ্টা করে।

র‌্যাব সদস্যরা তাদের পিছু নিলে তারা গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে দুলাল মিয়াকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য দুলাল মিয়ার লাশ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এই র‍্যাব কর্মকর্তা।

অন্যদিকে, আজ মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) ভোরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাচড়া এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মারা গেছে ইব্রাহিম (৪০) নামের এক ব্যক্তি।

পুলিশের ভাষ্যমতে, একদল ডাকাত সোনাচড়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন খবরের ভিত্তিতে বন্দর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল তাদের লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি ছুড়লে উভয় পক্ষের গোলাগুলিতে পড়ে ইব্রাহিম মারা যান। আহত হন এসআই সাইয়াদুল ও এএসআই ইলিয়াছ খান।

ঘটনাস্থল থেকে তিনটি ককটেল ও ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

 

প্রকাশ :সেপ্টেম্বর ১১, ২০১৮ ১০:৪৩ পূর্বাহ্ণ