১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৪

নাইজেরিয়ায় বিস্ফোরণ: নিহত ৩৫, আহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক:
নাইজেরিয়ায় একটি গ্যাস ট্যাংকার বিস্ফোরণে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে। সোমবার দেশটির নাসারাওয়া প্রদেশে এ ঘটনা ঘটে।এতে আহত হয়েছে আরো শতাধিক ব্যক্তি।

নাইজেরিয়ার রাষ্ট্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (সেমা) এ তথ্য জানিয়েছে।

সেমা জানিয়েছে, রাজধানী আবুজা ও উত্তর এবং দক্ষিণাঞ্চলীয় নাইজেরিয়াকে সংযোগ স্থাপনকারী লাফিয়া-মাকুর্দি সড়কের একটি পেট্রল স্টেশনে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সেমা’র পরিচালক উসমান আহমেদ জানান, গ্যাস ডিসচার্জ করার এক পর্যায়ে ট্যাংকারটি বিস্ফোরিত হয়। এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, ৩৫ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছি। এ ঘটনায় আরো শতাধিক ব্যক্তি আহত হয়েছে।

প্রকাশ :সেপ্টেম্বর ১১, ২০১৮ ১০:১৯ পূর্বাহ্ণ