১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৬

আজও ভিসা হলো না তামিম-রুবেলের

ক্রীড়া ডেস্ক:

শুধু ক্রিকেটার তামিম ইকবাল আর রুবেল হোসেনই নন, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, ম্যানেজার খালেদ মাহমুদ সুজন, স্পিন বোলিং কোচ সুনিল জোসি এবং কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস আইয়ারও আরব আমিরাতের ভিসা জটিলতায় ভুগছিলেন। শেষ খবর, দেশসেরা ওপেনার তামিম ইকবাল, পেসার রুবেল হোসেন, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন এবং ম্যানেজার খালেদ মাহমুদের আজও ভিসা হলো না। তবে ভিসা পেয়েছেন স্পিন কোচ সুনিল জোসি ও কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস আইয়ার।

তাদের ভিসার প্রাপ্তির কথা জানিয়ে বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জাগো নিউজকে জানান, ‘স্পিন বোলিং কোচ সুনিল জোসি, কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস আইয়ারের ভিসা পেয়েছেন। তবে নান্নু ভাই (প্রধান নির্বাচক), সুজন (ম্যানেজার) এবং তামিম ও রুবেলের ভিসা হয়নি।’

ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের দেয়া তথ্য অনুযায়ী ভিসা পাওয়া দুই ভারতীয় সুনিল জোসি ও শ্রীনিবাস আইয়ার আগামীকাল (মঙ্গলবার) দুবাইয়ের উদ্দেশে যাত্রা করবেন। আকরাম খান বলেন, ‘শনি ও রোববার সাপ্তাহিক ছুটি ছিল বলেই হয়তো ভিসা পেতে বিলম্ব হয়েছে। আশা করছি আগামীকালের (মঙ্গলবার) মধ্যে সবার ভিসা হয়ে যাবে।’

এদিকে এশিয়া কাপ শুরুর সময়ও ঘনিয়ে আসছে। ১৫ সেপ্টেম্বর মাঠে গড়াবে এশীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর। প্রথম দিনই শ্রীলঙ্কার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

প্রধান নির্বাচক তার আগের দিন আরব আমিরাত গিয়ে পৌঁছালেও সমস্যা নেই। তবে দলের এক নম্বর ওপেনার তামিম ইকবাল, পেসার রুবেল হোসেনের ভিসা প্রাপ্তিতে বিলম্ব তাদের এবং দলের প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সে সাথে ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের অভাব বোধও হবে, এতে কোনো সন্দেহ নেই।

প্রকাশ :সেপ্টেম্বর ১০, ২০১৮ ১১:৪৭ অপরাহ্ণ