১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৯

আজ বিশ্ব পরিবেশ দিবস

দৈনিক দেশজনতা ডেস্ক:

বিশ্ব পরিবেশ দিবস সোমবার (৫ জুন)। পরিবেশ দূষণের হাত থেকে এ ধরিত্রীকে বাঁচানোর অঙ্গীকার নিয়ে প্রতিবছর ৫ জুন দিবসটি পালিত হয়ে আসছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে- ‘বন্যপ্রাণী ও পরিবেশ, বাঁচায় প্রকৃতি বাঁচায় দেশ’।

১৯৭২ সালে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) উদ্যোগে প্রতিবছর সারা বিশ্বের ১০০টিরও বেশি দেশে এ দিবস পালন করা হয়।

এদিকে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচীর মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হবে। এ উপলক্ষে সরকারি-বেসরকারি সংগঠন নানা কর্মসূচী হাতে নিয়েছে। এসব কর্মসূচীর মধ্যে রয়েছে আলোচনা সভা, চিত্রাংকন ও প্রদর্শনী এবং শোভাযাত্রা।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ৫, ২০১৭ ১০:৫৩ পূর্বাহ্ণ