অপরাধ ডেস্ক:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলা থেকে ৮ হাজার ৮০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম- তুহিন (১৯)। তিনি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার লিয়াকত আলীর ছেলে।
আজ সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার টিটু এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, গতকাল তিনি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সিদ্ধিরগঞ্জে মাদকের একটি বড় চালান আসবে। এই সংবাদের ভিত্তিতে রাত পৌনে আটটার দিকে সাইনবোর্ডে এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রিকশাযোগে সাইনবোর্ডে চৌরঙ্গী পাম্পের সামানে বাজারের ব্যাগ হাতে এক যুবককে নামলে তাকে আটক করে তল্লাশি করা হয়।
এ সময় তার হাতে থাকা বাজারের ব্যাগে খাকি কাগজে মোড়ানো একটি প্যাকেট পাওয়া যায়। পরে তা খুলে ৪৪টি জিপারের প্যাকেটে ৮ হাজার ৮০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্যে ২৬ লাখ ৪০ হাজার টাকা।
তিনি আরও বলেন, এ বিষয়ে আজ সকালেই পুলিশ বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মাদক মামলা করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক রাসেল আহমেদ জানান, তুহিনকে দুপুরে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে।