আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান বড় করে দেখানোর কথা স্বীকার করেছেন সরকারি ফটোগ্রাফার। ২০১৭ সালে অনুষ্ঠানে মানুষের উপস্থিতি নিয়ে তদন্ত হয়। তদন্তের ফল প্রথম প্রকাশ করেছে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান।
তদন্ত কমিটি ওই ফটোগ্রাফারের নাম প্রতিবেদনে উল্লেখ করেনি। তবে তৎকালীন ন্যাশনাল পার্ক সার্ভিস পরিচালক মাইকেল রেনল্ডস তদন্তকারীদের বলেন, অভিষেক অনুষ্ঠানের পর সাড়ে ৯ টার দিকে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে ডাকেন। তার কাছে অনুষ্ঠানের ছবি চাওয়া হয়।
ছবি দেখার পর ট্রাম্প ফাঁকা জায়গায়ও লোক দেখতে চান। এরপর ফটোগ্রাফার সম্পাদন করে ফাঁকা জায়গা পূরণ করে দেন। কিন্তু গণমাধ্যমে বাস্তব ছবিটি প্রকাশিত হলে সমালোচনা শুরু হয়। এরপর এ নিয়ে তদন্ত হয়। – সিএনএন