আন্তর্জাতিক ডেস্ক:
ফ্রান্সের রাজধানী প্যারিসে এক ছুরি হামলায় দু’জন বৃটিশ পর্যটকসহ ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। খবর বিবিসির
স্থানীয় সময় রোববার রাত ১১টার দিকে প্যারিসের উত্তর-পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটে। এক ব্যক্তি ছুরি ও লোহার রড নিয়ে এই হামলা চালান।
হামলার পরপরই সন্দেহভাজন এক আফগানিস্তানের নাগরিককে আটক করা হয়েছে। তবে এটি সন্ত্রাসী হামলা কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
ফ্রান্স পুলিশ জানিয়েছে, ’এটি সন্ত্রাসী হামলা কিনা সে সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই।’
বিবিসির প্রতিবেদন বলা হয়েছে, হামলাকারী ব্যক্তি হঠাৎ করে পথচারীদের ওপর হামলা শুরু করে। প্রথমে দুই পুরুষ ও এক নারীকে ছুরিকাঘাত করে। ওই সময়ে পাশে খেলতে থাকা ১৫-২০ জন যুবক তাকে লক্ষ্য করে বল ছুঁড়ে মারে থামানোর চেষ্টা করে। হামলাকারী মাথায় বলের আঘাত লাগে। কিন্তু তিনি পালিয়ে যান এবং কিছু দূর গিয়ে দুই ব্রিটিশ পর্যটককে ছুরিকাঘাত করেন।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

