১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:৫৪
র‌্যাবের হাতে আটক গঞ্জেরাজ পরিবহনের বাসের মালিক জয়নাল আবেদিন।

শিশু আকিফার মৃত্যু: গঞ্জেরাজ মালিক গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি:
সম্প্রতি কুষ্টিয়া শহরের চৌড়হাঁস এলাকায় গত ২৮ আগস্ট গঞ্জেরাজ পরিবহনের বাসের ধাক্কায় শিশু আকিফার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় বাসের মালিক মো. জয়নাল আবেদীনকে (৬৩) গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার জয়নাল এজাহারভুক্ত তিন নম্বর আসামি। অপর দুই আসামি বাসচালক খোকন ও সুপারভাইজার ইউনুস মাস্টার এখনও পলাতক।

র‌্যাব-৮, ফরিদপুর ক্যাম্পের কম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বলেন, আজ রবিবার ভোর সাড়ে ৫টার দিকে শহরের ঝিলটুলী এলাকার নিজ বাড়ি থেকে জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে আকিফা মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার এজাহার নামীয় তৃতীয় আসামি হলেন জয়নাল আবেদীন। তাকে কুষ্টিয়া পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

প্রকাশ :সেপ্টেম্বর ৯, ২০১৮ ১২:২৩ অপরাহ্ণ