পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি ও তার দুই সন্তানের মৃত্যু হয়েছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের ধনীপাড়া এলাকার পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড় সদর থানার ওসি রবিউল হাসান সরকার এতথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- আক্তারুজ্জামান (৪৫), তার ৬ বছর বয়সী মেয়ে আফসা ইবনাত আদিয়া এবং ১৪ মাস বয়সী ছেলে আব্দুল্লাহ। এ দুর্ঘটনায় আদিয়ার মা তানিয়া আক্তার (৩৫) গুরুতর আহত হয়েছেন।
নিহত আক্তারুজ্জামানের বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়নের কাউনিখুয়া গ্রামে। তিনি জেলা শহরের একটি ইলেক্ট্রনিক পন্যের শোরুমের বিক্রয় প্রতিনিধি ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আক্তারুজ্জামান তার ছেলে আবদুল্লার চিকিৎসার জন্য ঠাকুরগাঁও গিয়েছিলেন। রাতে স্ত্রী ও দুই সন্তানসহ পঞ্চগড় ফেরার পথে ঢাকাগামী যাত্রীবাহী একটি নৈশ্যকোচ তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আক্তারুুজ্জামান মারা যান। দুই সন্তান ও স্ত্রীকে হাসপাতালে নেওয়ার পথে শিশু দুটিও মারা যায়।
পুলিশ জানায়, আহত তানিয়া আক্তারকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।