১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫২

ইন্দোনেশিয়ায় পর্যটকবাহী বাস খাদে, নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক:
ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে একটি পর্যটকবাহী বাস গিরিখাতে পড়ে অন্তত ২১ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও নয়জন। গতকাল শনিবার স্থানীয় সময় দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের মুখপাত্র তানউউদো উইসনু আন্দিকো বলেন, একটি বেসরকারি কোম্পানির কর্মচারীদের নিয়ে বাসটি জাভা প্রদেশের পশ্চিমে বগর শহর থেকে সুকাবুমি জেলার এক ভ্রমণকেন্দ্রে যাচ্ছিল। এ সময় বাসটি সড়ক থেকে ৩০ মিটার (৯৮ ফুট) গভীর খাদে পড়ে যায়।

এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ায় দুর্বল নিরাপত্তা মান ও অবকাঠামোর কারণে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটির জাভা প্রদেশের স্থানীয় পর্যটকদের বহনকারী একটি বাস রাস্তা থেকে ছিটকে গিয়ে উল্টে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছিল। এ ছাড়া বাসটির চালকসহ অন্তত ১৬ জন আহত হয়েছিল। এর দুমাস আগে একই এলাকায় সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হন।

প্রকাশ :সেপ্টেম্বর ৯, ২০১৮ ১০:২২ পূর্বাহ্ণ