১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০০

শাহজালাল বিমানবন্দরে আবার ‘এনপিএস’র চালান আটক

অপরাধ ডেস্ক:
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাত দিনের ব্যবধানে আবার ধরা পড়েছে নতুন মাদক এনপিএসের (নিউ সাইকোট্রফিক সাবসটেনসেস) চালান। আজ শনিবার দুপুরে বিমানবন্দরের কার্গো ইউনিটের অভ্যন্তরে অবস্থিত ‘ফরেইন পোস্ট অফিসের’ মাধ্যমে ১৬০ কেজি এনপিএস জব্দ করে ঢাকা কাস্টমস হাউস।

ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, একটি জাতীয় গোয়েন্দা সংস্থার মাধ্যমে গত বৃহস্পতিবার ভারত থেকে আসা জেট এয়ারওয়ের ৯ ডব্লিউ ২৭৬ ফ্লাইটে ৯টি এনপিএসের চালান আসার কথা জানা গেছে। ওই সংবাদের ভিত্তিতে নজরদারি শুরু করে বিমানবন্দর কাস্টমস কর্মকর্তারা। এরপর ওই ফ্লাইটে আসা ৯টি সন্দেহজনক কার্টন ফরেইন পোস্ট অফিসের মাধ্যমে আটক করা হয়।

ডেপুটি কমিশনার জানান, শনিবার দুপুরে কার্টনগুলো খোলা হলে ভেতরে ‘গ্রিন টি’ এর মতো দেখতে কিছু পণ্য আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় একজন ফরেনসিক এক্সপার্টের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়, জব্দকৃত পণ্যগুলো এনপিএস। এগুলোর ওজন ১৬০ কেজি।

অথেলা চৌধুরী আরও জানান, এ পণ্যগুলোর রপ্তানিকারকের নাম জিয়াদ মুহাম্মদ ইউসুফ, ঠিকানা আদ্দিস আবাবা, ইথিওপিয়া। আর আমদানিকারক এশা এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির ঠিকানা ব্যবহার করা হয়েছে ঢাকার তুরাগ থানাধীন ব্লক-ডি, সড়ক ২ হাউস নং-২৮। ১৬০ কেজি এনপিএস জব্দের বিষয়টি তদন্তের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারাই এখন বিষয়টি দেখছেন।

প্রসঙ্গত, গত ৩১ আগস্ট শাহজালাল বিমানবন্দরে প্রথম এনপিএস’র বিশাল চালান জব্দ হয়। ইথিওপিয়ার আদ্দিস আবাবা থেকে জিয়াদ মোহাম্মাদ ইউসুফ নামে এক ব্যক্তি ঢাকায় এনপিএসের ওই চালান পাঠান। বাংলাদেশের নওয়াহিন এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের নামে চালানটি পাঠানো হয়েছিলো। চালানটি কয়েক দিন আগে ইথিওপিয়া থেকে কয়েকটি দেশ ঘুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। এরপর দুই দফার অভিযান চালিয়ে বিমানবন্দর ও শান্তিনগর প্লাজা থেকে মোট ৮৬১ কেজি এনপিএস-সহ মো. নাজিম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া এনপিএস’র আনুমানিক মূল্য এক কোটি ২৯ লাখ ১৩ হাজার ৫০০ টাকা।

প্রকাশ :সেপ্টেম্বর ৮, ২০১৮ ৮:৫১ অপরাহ্ণ