২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:৪৭

‘আলিবাবা’ থেকে অবসরের সিদ্ধান্ত জ্যাক মা’র

আন্তর্জাতিক ডেস্ক:
মাত্র ৫৪ বছর বয়সেই নিজের হাতে গড়া কোম্পানি থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন তিনি। আগামী চীনা শিক্ষক দিবসে বিখ্যাত অনলাইন ই-কমার্স কোম্পানি আলিবাবা থেকে অবসর নিচ্ছেন কোম্পানিটির এক্সিকিউটিভ চেয়ারম্যান তথা সহ প্রতিষ্ঠাতা জ্যাক মা।

জ্যাক জানান, সোমবার তার ৫৪ তম জন্মদিন। সেই দিনই অবসর নেবেন। তারপর মানবপ্রেম বা জনহিতৈষণা নিয়ে পড়াশোনা করবেন। ইংরেজির শিক্ষক হিসেবে নিজের জীবন শুরু করা জ্যাক এর আগেও বেশ কয়েকবার মজার ছলে বলেছিলেন, তিনি খাঁটি প্রযুক্তিবিদ নন। কখনও হতেও পারবেন না।

তবে জ্যাকের অবসর নিয়ে এখনও আলিবাবা কোনও প্রতিক্রিয়া দেয়নি। তারপরে পরবর্তী কে এক্সিকিউটিভ চেয়ারম্যান হবেন সেবিষয়েও কিছু জানায়নি। তবে জ্যাকের অবসরের ঘোষণা শোনার পরই শনিবার সকালে আলিবাবার শেয়ার দু’‌শতাংশ পড়ে যায়।

১৯৯৯ সালে যৌথভাবে চীনের অনলাইন ই-কমার্স কোম্পানি আলিবাবা শুরু করেছিলেন জ্যাক মা। ২০১৩ সালে কোম্পানির সিইও হন তিনি। তার উপদেশ এবং নেতৃত্বেই আলিবাবার ব্যবসা তুমুল সাফল্য পায়।

প্রকাশ :সেপ্টেম্বর ৮, ২০১৮ ৪:০২ অপরাহ্ণ