১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৭

‘আই অ্যাম থিফ, আমিই তোমার ফোন চুরি করেছি’

রকমারি ডেস্ক:
বাড়ি থেকে মোবাইল ফোন চুরি। আর চুরি করার পরে চোর বাবাজি একটি চিঠি সযত্নে লিখে রেখে গেছেন ফোন মালিকের জন্য। সে চিঠি আবার হরেক রকম কায়দায় ভরা। চিঠিতে কিছু কিছু লেখা ইংরেজিতে, কিছু বাংলা উচ্চারণে রোমান স্ক্রিপ্টে। ভুল-ভ্রান্তিও রয়েছে কিছু। তবে সবচেয়ে বিচিত্র হলো চিঠির বয়ান!

চোর লিখছে, ‘আই অ্যাম থিফ। আমিই তোমার ফোন চুরি করেছি। ইয়োর ফোন ইজ সেভ। টেনশন নট। ওয়ান মান্থ ওয়েট এবং ইয়োর ফোন ইজ ইয়োরসেল্ফ।’ অর্থাৎ এক মাস পরে ফোনটি ফেরত দিয়ে যাবে, ফোন মালিককে অভয় দিয়ে জানিয়েছে সে।

ভারতীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, বর্ধমানের ভাতারের কলপুকুর এলাকার বাসিন্দা স্বজন মিঞা। পেশায় তিনি ব্যবসায়ী। তার ঘরেই এই চুরিটি হয়। মাসখানেক আগে শখ করে টাকা জমিয়ে একটি স্মার্ট ফোন কেনেন তিনি। ঘরে আরও জিনিস থাকলেও ওই ফোনটি ছাড়া চোর আর কিছুই নেয়নি।

স্বজনেরই খাতা-কলম ব্যবহার করে চিঠিটি লিখে যায় সে। এমন ঘটনায় অবাক পাড়া-প্রতিবেশীরা। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করে স্বজন। তবে ফোন চুরি হওয়ায় মন খারাপ তার। কিন্তু একই সঙ্গে এই আশাও আছে, চোর হয়তো সত্যিই এক মাস পরে ফোনটা ফেরত দিয়ে যাবে।

প্রকাশ :সেপ্টেম্বর ৮, ২০১৮ ৩:৪০ অপরাহ্ণ