চট্টগ্রাম প্রতিবেদক:
চট্টগ্রামের রাউজান উপজেলার ঊনসত্তর পাড়ায় গণপিটুনিতে মোক্তার হোসেন ও সাইফুল ইসলাম নামে দুই চোর নিহত হয়েছেন। শুক্রবার (৭ সেপ্টেম্বর) ভোরে গৌরীশংকর হাট এলাকার সিরাজ কলোনিতে এ ঘটনা ঘটে।
নিহত মোক্তার পাহাড়তলী ইউনিয়নের খান পাড়ার কালু মিয়ার ছেলে ও সাইফুল একই এলাকার হামদু মিয়ার ছেলে। নিহতদের বয়স আনুমানিক ২০- ২৫ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কেফায়েত উল্লাহ।
তিনি জানান, শুক্রবার ভোরে সিরাজ কলোনির একটি বাড়িতে চুরি করতে ঢুকেছিল দুই চোর। বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে এলাকাবাসী ঘরের চারপাশ ঘিরে ফেলে। এরই মধ্যে চোরেরা বাড়ির মালিককে অস্ত্র তাক করে বসে। বাইরে থেকে জনগণ বিষয়টি বুঝতে পেরে কৌশলে ঘরে ঢুকে দুই চোরকে ধরে ফেলে। পরে বাইরে বের করে তাদের গণপিটুনি দেয়া হয়। এতে তাদের মৃত্যু হয়।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

