১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৪

তিন ম্যাচ নিষিদ্ধ এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক:
লিগ ওয়ানে প্রতিপক্ষের খেলোয়াড়কে ধাক্কা দিয়ে লালকার্ড দেখার ঘটনায় তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।
গত শনিবার নিসের মাঠে ৪-২ গোলের জয় পায় লিগের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। দলের তৃতীয় গোল করা এমবাপ্পে ম্যাচের যোগ করা সময়ে লালকার্ড দেখেন। প্রথমার্ধে একবার হলুদকার্ড দেখেন ১৯ বছর বয়সী এমবাপ্পে। যোগ করা সময়ে সাভানিয়ে ফাউল করলে মেজাজ হারিয়ে তাকে ধাক্কা দিয়ে দ্বিতীয় হলুদকার্ড দেখেন রাশিয়া বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়। বাজে ট্যাকেলের জন্য সরাসরি লালকার্ড পান সাভানিয়ে।

ঘটনার পর পিএসজির সমর্থকদের কাছে ক্ষমা চান এমবাপ্পে। তবে এমন পরিস্থিতিতে পড়লে আবারও একই আচরণ করবেন বলেও জানান তিনি। ফ্রেঞ্চ লিগের শৃঙ্খলা কমিটি বুধবার তাদের রায় প্রকাশ করে। তাতে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হন এমবাপ্পে।

প্রকাশ :সেপ্টেম্বর ৭, ২০১৮ ১০:৪১ পূর্বাহ্ণ