২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫১
ছবি: পাকিস্তানের বিপক্ষে তপু

পাকিস্তানকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক:

সাফ চ্যাম্পিয়নশিপের দশম আসরে পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে গেল বাংলাদেশ ফুটবল দল।

নিজেদের দ্বিতীয় খেলায় তপু বর্মনের গোলে পাকিস্তানকে ১-০ গোলে পরাজিত করে স্বাগতিকরা। খেলার ৮৫ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন জাতীয় দলের নির্ভরযোগ্য এ ডিফেন্ডার।

এর আগের ম্যাচেও ভুটানের বিপক্ষে খেলার ৩ মিনিটে গোল করেছিলেন জাতীয় দলের এ তারকা ফুটবলার।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হয় স্বাগতিক বাংলাদেশ দল।

নিজেদের প্রথম খেলায় ভুটানের বিপক্ষে তপু-সুফিলদের গোলে ২-০ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তান ২-১ গোলে নেপালকে পরাজিত করেছিল।

দু’দলের জন্যই আজকের ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। এদিন যারা জিতবে তারাই সেমিফাইনালের পথে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে। এমন সমীকরণের ম্যাচে শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলে বাংলাদেশ দল।

প্রথমার্ধে বাংলাদেশ দল গোলের জন্য ৪টি শট নেয়, অন্যদিকে দুটি শট নেয় পাকিস্তান। কিন্তু কোনো দলই গোলের দেখা পায়নি।

বাংলাদেশ : শহিদুল আলম সোহেল, তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, ওয়ালি ফয়সাল, মাসুক মিয়া জনি, বিপলু আহমেদ, মামুনুল ইসলাম, জামাল ভুঁইয়া, মাহবুবুর রহমান সুফিল ও সাদউদ্দিন।

প্রকাশ :সেপ্টেম্বর ৬, ২০১৮ ৯:৪৬ অপরাহ্ণ