১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১২

রশিদের আগে শ্রীলঙ্কাকে নিয়ে ভাবা উচিত : মাশরাফি

ক্রীড়া ডেস্ক:
এশিয়া কাপে যথারীতি বাংলাদেশের চিন্তার মূলে রয়েছেন আফগান স্পিন জাদুকর রশিদ খান। টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজার মতে, রশিদ এখন বিশ্বের সকল ব্যাটসম্যানের জন্য আতংক। তাই রশিদকে নিয়ে না ভেবে তার বল বোঝার পরামর্শ দিলেন সফলতম এই অধিনায়ক। পাশাপাশি বললেন, রশিদকে মাথা থেকে সরিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ নিয়ে ভাবতে।

আজ মিরপুরে সাংবাদিকদের ম্যাশ বলেন, ‘রশিদ খান অবশ্যই বিশ্বমানের লেগ স্পিনার, বিশেষ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে। একটা ইতিবাচক দিক হচ্ছে, টি-টোয়েন্টিতে শট খেলার চাপ থাকে, ওয়ানডেতে সেটা থাকে না। ব্যাটসম্যানরা ওয়ানডেতে দুই-তিন ওভার সময় পাবে তাকে দেখে খেলার। তবে তাকে বুঝে উঠতে পারা খুব জরুরি। গুগলি আর লেগ স্পিন বুঝতে হবে। যারা বুঝতে পারে তাদের সমস্যা হবে না।’

সবাই জানে যে রশিদের সবচেয়ে ভয়ংকর অস্ত্রটি গুগলি। এটাকে পুরোপুরি গুগলিও বলা যায় না। স্পিন আর গুগলি মিশ্রিত একটা বিষয়। রশিদের এই অস্ত্রেই দেরাদুনে বাংলাদেশক টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করেছিল আফগানরা। তবে আপাতত রশিদকে নিয়ে ভাবতে চান না মাশরাফি। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। আপাতত ওই ম্যাচেই নজর দেওয়ার আহ্বান জানালেন তিনি।

ম্যাশ বললেন, ‘রশিদের আগে শ্রীলঙ্কার স্পিন, পেস বোলিং সামলানো বেশি জরুরি। আমরা যদি প্রথম ম্যাচ জিততে পারি তাহলে যে আত্মবিশ্বাস পাব সেটা দিয়ে রশিদ, মুজিব, নবিদের সামলানো অনেকটাই সহজ হয়ে যাবে। আর শ্রীলঙ্কার সাথে যদি খারাপ হয় তাহলে তা করতে দ্বিগুণ কষ্ট হবে। প্রথম ম্যাচটা আমাদের জন্য অনেক কিছুই ঠিক করে দেবে।’

প্রকাশ :সেপ্টেম্বর ৬, ২০১৮ ৫:৫৫ অপরাহ্ণ