১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৫৯

ঝিনাইদহে গাছের ডাল ভেঙে মাথায়, নারীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি:
কড়ই গাছের নিচ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ফাহমিদা খাতুন (৩২) নামে এক নারী। এ সময় ওই গাছের শুকনো একটি ডাল ভেঙে পড়ে তার মাথায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহমিদা খাতুন কালীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম আব্দুর রউফের স্ত্রী।

স্থানীয়রা জানান, আজ সকালে ওই গৃহবধূ গাছের নিচ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় কড়ই গাছের শুকনো ডাল ভেঙে মাথার উপর পড়লে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, কড়ই গাছটি নিয়ে ফেসবুকে দৃষ্টি আকর্ষণ করা হলেও কর্তৃপক্ষ গাছটি কাটার কোনো উদ্যোগ নেয়নি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকাশ :সেপ্টেম্বর ৬, ২০১৮ ৫:০১ অপরাহ্ণ