বিশেষ প্রতিবেদক:
দূরপাল্লার সাঁতারে বিশ্বরেকর্ড গড়ার স্বপ্ন পূরণ হলো নেত্রকোনার বীর মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্যর। ৬৭ বছর বয়সে তিনি ৬০ ঘণ্টা ৫৫ মিনিট অবিরাম সাঁতার কেটে ১৮৫ কিলোমিটার নদীপথ অতিক্রম করে তাক লাগিয়ে দিয়েছেন নেত্রকোনাবাসীকে।
বুধবার রাত ৮টায় নেত্রকোনার মদন উপজেলার দেওয়ান বাজার ঘাটে এসে তিনি তীরে উঠেন। জানা গেছে, আমেরিকার সাঁতারু ডায়ানা নাঈদের ২০১৩ সালে ‘কিউবা টু ফ্লোরিডা’র ১৭৭ কিলোমিটার দূরপাল্লার সাঁতারের বিশ্বরেকর্ড ভাঙতে তিনি দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।
এরই ধারাবাহিকতায় ২০১৭ সালে ১৪৬ কিলোমিটার নদীপথে সাঁতার কেটেছিলেন ক্ষিতীন্দ্র। কিন্তু ডায়ানাকে হারানোর স্বপ্ন পূরণ না হওয়ায় এবার ১৮৫ কিলোমিটার সাঁতার কেটে অবেশেষে তিনি সফল হয়েছেন।
গত ৩ সেপ্টেম্বর সকাল ৭টায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই ব্রিজ থেকে সাঁতার শুরু করেন ক্ষিতীন্দ্র বৈশ্য। ভোগাই, কংস নদী ও মগড়া নদী হয়ে তিনি মগড়া নদীর দেওয়ান বাজার ঘাটে পৌঁছান।