২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫১

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

বৈরী আবহাওয়া ও তীব্র স্রোতের কারেণ শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে লঞ্চ ও সিবোট চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টা থেকে এসব নৌযান চলাচল বন্ধ রয়েছে। এদিকে ফেরি চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। রো-রো ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে ১৩টি মধ্যম ফেরি চলছে ধীর গতিতে। এতে সময় লাগছে প্রায় দ্বিগুণ। ছোট বড় মিলিয়ে দুই শতাধিক গাড়ি রয়েছে পারাপারের অপেক্ষায়।

বিআইডাব্লিউটিএর শিমুলিয়া ঘাট পরিদর্শক মো. সোলেমান জানান, বৈরী আবহাওয়া ও তীব্র স্রোতের কারেণ শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে লঞ্চ ও সিবোট চলাচল সকাল সাড়ে ৯টা থেকে বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া অনুকূলে আসলে আবার চালু করা হবে। ৮৭টি লঞ্চ ও তিন শতাধিক স্পিডবোট দিয়ে যাত্রী চলাচাল করে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের মহাব্যবস্থাপক গিয়াস উদ্দীন পাটোয়ারী বলেন, বৈরি আবহাওয়ার কারেণ ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। রো-রো ফেরি বন্ধ রয়েছে।তবে ১৩টি মধ্যম ফেরি চলছে ধীর গতিতে।

প্রকাশ :সেপ্টেম্বর ৬, ২০১৮ ৩:৫১ অপরাহ্ণ