২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:২৭

সরকার পতনের দাবিতে রাজপথে জনতা, বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক:
সরকার পতনের দাবিতে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর রাজপথে নেমে এসেছে হাজার হাজার মানুষ। বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে শ্রীলঙ্কা। দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন বলে জানা গেছে।

বিক্ষোভকারীরা বলছেন, ক্ষমতাসীন সিরিসেনা সরকার জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছে।

আন্দোলনকারীরা বেশ কয়েকটি এলাকায় প্ল্যাকার্ড হাতে সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়। পরে প্রেসিডেন্ট ভবনের সামনে অবস্থান নেয় তারা।

রাষ্ট্রীয় দুর্নীতি এবং বিদেশীদের কাছে রাষ্ট্রীয় সম্পদ বিক্রির অভিযোগ তোলা হয়েছে সরকারের বিরুদ্ধে।

প্রসঙ্গত, তিন বছর আগে মাহিন্দা রাজাপাকসেকে হারিয়ে ক্ষমতায় আসেন সিরিসেনা।কিন্তু দুর্নীতিসহ নানা অভিযোগে দ্রুত জনপ্রিয়তা হারান তিনি।

প্রকাশ :সেপ্টেম্বর ৬, ২০১৮ ২:২০ অপরাহ্ণ