অপরাধ ডেস্ক:
শার্শা ও বেনাপোল সীমান্তে পৃথক দুটি অভিযানে ১০ টি স্বর্ণের বার ও ৮৯ হাজার ৮০০ ইউএস ডলারসহ ৩ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক স্বর্ণ ও ডলারের মূল্য প্রায় ১ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা।
বৃহস্পতিবার সকালে বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে ডলারসহ দুইজন ও আমতলা গাতিপাড়া থেকে স্বর্ণের বারসহ একজনকে আটক করা হয়।
আটকরা হলেন স্বর্ণ পাচারকারী যশোরের খড়কী এলাকার মোমিনুর রহমানের ছেলে হাসানুজামান হাসান ও ডলার পাচারাকারী নড়াইলের নড়াগাতি গ্রামের আমির হোসেনের ছেলে আব্দুর রহমান ও একই গ্রামের কাউছারের ছেলে মাসুদ মোল্লা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল হক জানান, বেনাপোল সীমান্ত পথে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার দুটি চালান পাচারের খবর পেয়ে অভিযান চালিয়ে ৮৯ হাজার ৮০০ ডলারসহ দুইজন ও আমতলা গাতিপাড়া থেকে এক কেজি ১শ ৬০ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি। আটক স্বর্ণের মূল্য ৪৮ লাখ ৫ শ টাকা ও ডলারের মূল্য ৭৫ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় পৃথক ২টি মামলা হয়েছে।