২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৫৬
কাবুলে স্পোর্টস ক্লাবে বোমা হামলায় আহত এক সাংবাদিক: আল-জাজিরা

কাবুলে স্পোর্টস ক্লাবে জোড়া আত্মঘাতী বোমা হামলায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের কাবুলে একটি স্পোর্টস ক্লাবে জোড়া বোমা হামলা চালানো হয়েছে। এ ঘটনায় সাংবাদিকসহ ২০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো অন্তত ৭০ জন। বুধবার রাতে রাজধানী কাবুলে অবস্থিত ক্লাবটিতে হামলা চালায় জঙ্গীরা।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশের বরাতে এ তথ্য জানা গেছে।

নাজিব দানিশ জানিয়েছেন, বুধবার কাবুলের দাশতের বারচি এলাকার স্পোর্টস ক্লাবে হামলা চালায় জঙ্গীরা। এর আগেও অনেকবার ওই এলাকায় বসবাসরত শিয়া হাজারা সম্প্রদায় হামলার শিকার হয়েছে।

তিনি জানান, ক্লাবটিতে প্রথমে এক আত্মঘাতী বোমারুর হামলায় চার জন নিহত হয়। এই হামলার পর ঘটনাস্থলে জরুরী সেবাদানকারী কর্মীরা পৌঁছলে, একটি গাড়ি নিয়ে দ্বিতীয় হামলা চালায় অপর এক আত্মঘাতী বোমারু। শহরের শিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলায় এই হামলা চালানো হয়েছে।

এই দ্বিতীয় বোমা বিস্ফোরণে দেশটির সবচেয়ে বড় ব্রডকাষ্টার টোলো নিউজের একজন রিপোর্টার ও ক্যামেরাম্যান নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চার জন। ঘটনাটি নিয়ে এক টুইটে টোলো নিউজের প্রধান লুতফুল্লাহ নাজাফিজাদা বলেন যে, সংবাদ মাধ্যমটি তাদের সেরা দু’জন সাংবাদিক হারিয়েছে।

এদিকে, কাবুল পুলিশের মুখপাত্র হাসমত স্ট্যানেকজাই জানিয়েছেন, এই ঘটনায় কয়েকজন পুলিশ কর্মকর্তাসহ আহত হয়েছে অন্তত ৭০ জন।

এখন পর্যন্ত কোন গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। কিন্তু হামলায় জঙ্গি গোষ্ঠী আইএস’র ছাপ পাওয়া গেছে।

প্রকাশ :সেপ্টেম্বর ৬, ২০১৮ ১১:২৩ পূর্বাহ্ণ