২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৫০

কারাগারে আদালত বসানো সংবিধান লঙ্ঘন নয়: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংবিধানের কোথাও বলা হয়নি, কারাগারের ভেতরে আদালত বসিয়ে বিচার করা যাবে না। কাজেই খালেদা জিয়ার মামলায় এমন আদালত স্থাপন করায় সংবিধানের লঙ্ঘন হয়নি।

বুধবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবনে দলের যৌথ সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন।

আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি-সংক্রান্ত এই যৌথ সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ নেতারা ছাড়াও সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতারা অভিযোগ করেছেন, খালেদা জিয়ার মামলার বিচারে কারাগারের মধ্যে আদালত বসানো সংবিধানের লঙ্ঘন। তাদের কাছে জানতে চাই, সংবিধানের কোথায় লেখা আছে কারাগারে আদালত বসানো যাবে না? এটা যদি সংবিধানের লঙ্ঘন হয়, তাহলে সেটি করেছেন জেনারেল জিয়াউর রহমান। বিএনপির নেতারা কি ভুলে গেছেন, কর্নেল তাহেরের বিচার করে ফাঁসি কীভাবে কোথায় হয়েছিল? কারাগারে আদালত বসিয়ে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়ার বয়স হয়েছে, তিনি অসুস্থ। তাই তার মামলায় হাজিরা ও সুবিধার কথা বিবেচনা করেই কারাগারের ভেতর আদালত স্থাপন করা হয়েছে। এতে আইনের কোনো লঙ্ঘন হয়নি।

তিনি বলেন, এটা যদি খালেদা জিয়া না মানেন, তাহলে সিদ্ধান্ত নিয়েছেন আদালত, ব্যবস্থাও নেবেন আদালত। এখানে সরকারের কিছু বলা কিংবা করার নেই।

ওবায়দুল কাদের বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা অনেক আগেই শেষ হয়ে যেত। ১০ বছর সময় লাগত না। খালেদা জিয়া নিজেও মামলায় হাজিরা দিচ্ছিলেন না। এখনও নানা কৌশলে এ মামলা বিঘ্নিত করার অপচেষ্টা চালাচ্ছেন। কিন্তু বিচারকার্য তো কারও জন্য থেমে থাকবে না। খালেদা জিয়া যদি অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে না যান, এখন কারাগারের মধ্যে আদালত থাকায় সেখানে যেতে তো অসুবিধা হবে না।

দলের যৌথ সভা প্রসঙ্গে কাদের বলেন, আগামী নির্বাচন সামনে রেখে দল ও সহযোগী সংগঠনগুলোকে গতিশীল করতেই এ সভা হচ্ছে। জাতীয় নির্বাচনের প্রস্তুতি বিষয়ে সভায় আলোচনা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিছু দিকনির্দেশনা দিয়েছেন। সেগুলো সহযোগী সংগঠন নেতাদের জানানো হবে।

পরে ওবায়দুল কাদেরের সভাপতিত্বে যৌথসভায় দল ও সহযোগী সংগঠন নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- মাহবুবউল আলম হানিফ, ডা. দীপু মনি, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বি এম মোজাম্মেল হক, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, ড. হাছান মাহমুদ, ড. আবদুস সোবহান গোলাপ, অসীম কুমার উকিল, সুজিত রায় নন্দী, ব্যারিস্টার বিপ্লব বড়ূয়া, এস এম কামাল হোসেন, হাজি আবুল হাসনাত, শুকুর মাহমুদ, মোতাহার হোসেন মোল্লা, সাফিয়া খাতুন, ওমর ফারুক চৌধুরী, অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওছার, নাজমা আক্তার, হারুনুর রশীদ, মাহমুদা বেগম কৃক, সিরাজুল ইসলাম প্রমুখ।

প্রকাশ :সেপ্টেম্বর ৫, ২০১৮ ৮:৪০ অপরাহ্ণ