বিনোদন ডেস্ক:
সারা ভারতজুড়ে শিক্ষক দিবসের সেলিব্রেশন চলছে আর এরই ‘সুযোগ’ নিলেন ‘সুপার থার্টি’ নির্মাতারা। ছবিটির ফার্স্ট লুক প্রকাশের জন্য আজকের দিনটিই বেছে নিলেন তাঁরা। আর তাই আজ বুধবার ছবিটির দুটি ফার্স্ট লুক পোস্টার অবমুক্ত করেন ছবিটির মুখ্য অভিনেতা হৃত্বিক রোশন।
‘সুপার থার্টি’ ছবিটি পাটনা-ভিত্তিক গণিতবিদ ও শিক্ষক আনন্দ কুমারের জীবনের ওপর নির্মিত।
ফার্স্ট লুকের প্রথম পোস্টারটিতে দেখা যাচ্ছে হৃত্বিক রোশনকে তাঁর রিল-স্টুডেন্টদের সাথে। রেড-টোন এই ছবিটির আবেদন ও গ্রহণযোগ্যতা আরো বাড়িয়ে দিয়েছে। প্রথম ইমেজটিতে দেখা যাচ্ছে হৃত্বিক তাঁর ছাত্রদের মাঝখানে। ছবিটি সম্ভবত একটি হোলি দিবসের সেলিব্রেশন, কেননা বুঝা যাচ্ছে ছাত্ররা হাওয়ায় ভেসে থাকা রঙের দিকে চেয়ে রয়েছে।
প্রথম পোস্টারটিতে হৃত্বিককে শ্মশ্রুমণ্ডিত দেখা গেছে। চোখে তাঁর একাধারে গভীর ও উদ্ভাসিত দৃষ্টি।
দ্বিতীয়টি একটি ক্লোজআপ ইমেজ। আর হৃত্বিক রোশনের এমন ছবি এর আগে তাঁর ভক্ত-অনুরাগী বা সাধারণ সিনে দর্শকরা দেখেননি।
‘সুপার থার্টি’ পরিচালনা করছেন বিকাল ভাল। আর এটি আগামী বছরের ২৫ জানুয়ারি সিলভার স্ক্রিনে হিট করবে।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

