৩রা ডিসেম্বর, ২০২৪ ইং | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:২০

আবদুল মান্নান সৈয়দের মৃত্যুবার্ষিকী আজ

সাহিত্য ডেস্ক:
কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক-গবেষক আবদুল মান্নান সৈয়দের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ৫ সেপ্টেম্বর। ২০১০ সালের ৫ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

আবদুল মান্নান সৈয়দ ১৯৪৩ সালের ৩ আগস্ট পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশের ষাটের দশকের নতুন সাহিত্য আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব মান্নান সৈয়দের প্রথম কাব্যগ্রন্থ জন্মান্ধ কবিতাগুচ্ছ, প্রথম গল্পগ্রন্থ সত্যের মতো বদমাশ এবং প্রথম প্রবন্ধগ্রন্থ শুদ্ধতম কবি সমকালীন সাহিত্যসমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

মূলত কবি ও কথাশিল্পী হিসেবে যাত্রা শুরু করলেও পরবর্তী সময়ে জীবনানন্দ ও নজরুল গবেষক হিসেবে উভয় বাংলায় তিনি খ্যাতি অর্জন করেন।

আবদুল মান্নান সৈয়দের গ্রন্থের মধ্যে রয়েছে-কবিতা: জন্মান্ধ কবিতাগুচ্ছ, জ্যোৎস্না রৌদ্রের চিকিৎসা, পার্ক স্ট্রীটে এক রাত্রি, কবিতা কোম্পানী প্রাইভেট লিমিটেড, মাছ সিরিজ ইত্যাদি। গল্প: সত্যের মতো বদমাশ, চলো যাই পরোক্ষে, উপন্যাস: পরিপ্রেক্ষিতের দাসদাসী, কলকাতা, অ-তে অজগর। প্রবন্ধ: শুদ্ধতম কবি, দশ দিগন্তের দ্রষ্টা, নজরুল ইসলাম: কালজ কালোত্তর, ছন্দ, রবীন্দ্রনাথ ইত্যাদি।

তিনি নাটক লিখেছেন, অনুবাদ করেছেন, সম্পাদনা করেছেন পঞ্চাশের বেশি বই। সাহিত্যকর্মের জন্য তিনি বিভিন্ন সময়ে একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন পদক ও পুরস্কার পেয়েছেন।

প্রকাশ :সেপ্টেম্বর ৫, ২০১৮ ১২:৪৮ অপরাহ্ণ