কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া উপজেলায় মাটির ঘরের দেয়ালধসে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তাদের মা।
সোমবার রাত ৯টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শের আলী (৩) ও ইয়াসিন আলী (২) নামে একই এলাকার পুতন আলীর ছেলে। মা আলমাস খাতুনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পেকুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল করিম জানান, রাতে খাওয়ার পর দুই ভাই ও মা আলমাস খাতুন তৈরি ঘরে ঘুমিয়ে পড়েন। হঠাৎ ঘরের মাটির দেয়ালধসে তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই শের আলীর মৃত্যু হয়। মা ও ভাইকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ছোট ভাই ইয়াসিনের মৃত্যু হয়।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

