বিনোদন ডেস্ক:
নিউইয়র্কের মেট গালা অনুষ্ঠানে গত বছর প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের পরিচয়। বছর না পেরোতেই দুজনের মধ্যে প্রেম। এরপর ১১ বছরের ছোট নিকের সঙ্গে সম্প্রতি বাগদান সম্পন্ন করেছেন ৩৬ বছর বয়সী প্রিয়াঙ্কা চোপড়া।
আর বাগদানের পর বর্তমানে বেশ মধুর ও আবেগঘন মুহূর্ত পার করছেন এ জুটি। বলতে পারেন বিয়ের আগেই ‘মধুচন্দ্রিমায়’ নিক-প্রিয়াঙ্কা।
নিক জোনাস সম্প্রতি তার ইন্সটাগ্রামে একটি ছবি পোষ্ট করেছেন। আর ক্যাপশনে লিখেছেন, একজন মানুষ ও পর্বত। ছবির ক্রেডিট দিয়েছেন প্রিয়াঙ্কাকে। ইনস্টাগ্রামে নিকের অন্য একটি পোস্টে প্রিয়াঙ্কার ছবিও দেখা যায়। সেখানে হাসোজ্জ্বল প্রিয়াঙ্কাকে দেখে বেশ খুশীই মনে হচ্ছে। বর্তমানে তারা ক্যালিফোর্নিয়ার পার্বত্য অঞ্চলে অবসর কাটাচ্ছেন।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

