১৩ই জানুয়ারি, ২০২৬ ইং | ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ২:৫৯

শাহজালালে বিপুল পরিমাণ বিদেশি ওষুধ জব্দ

অপরাধ ডেস্ক:
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৬ প্রকারের বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ বিদেশি ওষুধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। এ ওধুষের বাজার মূল্য প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা।

গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে সৌদি আরবের জেদ্দা থেকে আমদানিকালে ওই বিদেশি ওষুধ জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম এ খবর নিশ্চিত করে সাংবাদিকদের জানান, সোমবার সন্ধ্যায় সৌদি আরব থেকে ছেড়ে আসা এসভি ৮০৮ হজযাত্রী বহনকারী ফ্লাইটটি অবতরণ করার পর গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা অভিযান পরিচালনা করে। এরপর শুল্ক গোয়েন্দা দল ৮ নম্বর লাগেজ বেল্টে ওষুধ খুঁজতে থাকে এবং মালিকবিহীন অবস্থায় ১টি ট্রলিতে ২টি লাগেজ দেখে সন্দেহ করে। পরে রাতে শুল্ক গোয়েন্দা দল ব্যাগেজ খুলে সেখান থেকে ১৬ ধরেনর ওষুধ উদ্ধার করে।

প্রকাশ :সেপ্টেম্বর ৪, ২০১৮ ১১:২৫ পূর্বাহ্ণ