১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০২

নোটিশের বৈধতা নিয়ে আমির খসরুর রিট

আদালত ডেস্ক:
মুদ্রা পাচারসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। তার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ সোমবার এ রিট করেন। মঙ্গলবার ওই রিটটি শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় আসতে পারে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

মুদ্রা পাচারসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ১৬ আগস্ট আমির খসরুকে তলব করে নোটিশ দেন দুদকের পরিচালক কাজী শফিকুল আলম। নোটিশে আমির খসরু বেনামে পাঁচ তারকা হোটেল ব্যবসা, ব্যাংকে কোটি কোটি টাকা অবৈধ লেনদেনসহ বিভিন্ন দেশে অর্থ পাচার এবং নিজ, স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যের নামে শেয়ার ক্রয়সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ করা হয়। নোটিশে তাকে ২৮ আগস্ট দুদকে হাজির হতে বলা হয়েছিল। পরে নির্ধারিত দিনে দুদকে হাজির না হয়ে তিনি সময় চেয়ে আবেদন করেন। কিন্ত এরইমধ্যে তাকে তলব করে দুদকের নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটটি দায়ের করা হয়েছে।

প্রকাশ :সেপ্টেম্বর ৩, ২০১৮ ৯:০৫ অপরাহ্ণ